পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা কোন ষড়যন্ত্র নয় তো?
পদ্মা সেতুতে বারবার ফেরির ধাক্কা লাগাকে সহজভাবে নিচ্ছে না সরকার: ষড়যন্ত্রের গন্ধ
পদ্মাসেতুর স্প্যানে ফেরির ধাক্কার ঘটনায় মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেতুর স্প্যানে ধাক্কা লাগার পর মঙ্গলবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, “ঘটনাটি ছোটভাবে দেখার সুযোগ নেই। হালকা ভাবে দেখলে চলবে না। বিষয়টি জাতীয় গুরুত্বের সাথে দেখতে হবে।
“সরকারের সবচেয়ে অগ্রাধিকারের প্রকল্প হচ্ছে পদ্মা সেতু। যথাযথ তদন্ত শেষে ব্যবস্থা আমরা নেব।”
সকালে ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ নামক ফেরিটি শিমুলিয়া থেকে সেতুর নিচ দিয়ে পাটুরিয়া যাওয়ার সময় সেতুর ২ ও ৩ নম্বর পিলারের মাঝখানে ১-বি স্প্যানে ধাক্কা লাগে। এতে করে ফেরির ওপরে থাকা প্লাস্টিকের একটা স্ট্যান্ড ভেঙে যায়। ‘নদীতে প্রবল স্রোত’ কারণ দেখিয়ে গত ১৩ দিন ধরে শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি চলাচল বন্ধ ধাকার মধ্যে এ ঘটনা ঘটে।
অন্যদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, “আমরা চাই এর সঠিক তদন্ত হোক এবং অপরাধী যেই হোক তার শাস্তি হবে।
পদ্মা সেতুতে বারবার আঘাতের ঘটনা ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখা হবে।”
পদ্মা সেতুতে বারবার ফেরির আঘাতে নানা প্রশ্ন উঠেছে। ফলে সেতুর স্প্যানে ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরের মাস্তুলের ধাক্কার ঘটনায় প্রশাসনের টনক নড়ে।
তিন বছর ধরে সেতুর খুঁটি তৈরির কাজ হলেও এতদিন কোনো সমস্যা হয়নি। অন্যান্য সব ছোট বড় নৌযান চলছে। কিন্তু শুধু ফেরি কেন বারবার আঘাত করছে সেটা নিয়েই নানা প্রশ্ন।