মুশফিক-সোহানকে নিয়ে মধুর সংকটে বিসিবি
নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে আর মাত্র দিন দুয়েক বাকি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রতীক্ষিত এই সিরিজ সামনে রেখে অনুশীলনে ব্যস্ত মাহমুদউল্লাহ বাহিনী।

এদিকে বিরতি শেষে দলে ফেরা উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিমকেও ঘাম ঝরাতে দেখা গেছে। সবাই যখন ইনডোর অনুশীলনে ব্যস্ত তখন শেরেবাংলার মূল মাঠে বাংলাদেশ দলের দুই উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও মুশফিকুর রহিমকে গ্লাভস হাতে কিপিং ঝালিয়ে নিতে দেখা যায়।
বাংলাদেশ দলের ফিটনেস অ্যান্ড কন্ডিশনিং কোচ নিক লির সঙ্গে কিপিং অনুশীলন করছিলেন মুশফিক। সেখানে যোগ দেন সোহান। নিক লি উইকেটের সামনে। পেছনে মুশফিক। সোহান বল থ্রো করে অনুশীলন করাচ্ছেন মুশফিককে!
সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে কোয়ারেন্টাইন ইস্যুর জটিলতায় খেলতে পারেননি মুশফিক। একই কারণে খেলতে পারেননি লিটন দাসও। আর তাই ওই সিরিজে উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলেছেন সোহান। কিপার হিসেবে তার পারফরম্যান্সও ছিল দুর্দান্ত। অনেকগুলো ক্যাচ তালুবন্দি এবং স্টাম্পিং করে নির্বাচকদেরও নজর কেড়েছেন তিনি।
ধারাবাহিক এই পারফরমারকে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও উইকেটের পেছনে থাকার কথা। কিন্তু নিয়মিত কিপার দলে ফেরায় সোহানের ভাগ্য দোদুল্যমান।
কিউইদের বিপক্ষে উইকেটকিপার কে থাকছেন সে প্রশ্নের একটি ইঙ্গিতপূর্ণ জবাব দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বিসিবি সভাপতি বলেন, ‘সোহান যে কিপিং করছে নিঃসন্দেহে এটি ওয়ার্ল্ড ক্লাস। ও বাংলাদেশের সেরা উইকেটরক্ষক, এখন পর্যন্ত আমি যা দেখেছি। তবে এখন যেহেতু দলে মুশফিক যোগ হয়েছেন। তাহলে কাকে দেখা যাবে কিপিং সামলাতে? বিষয়টিকে মধুর বলছেন পাপন।
এখন দলে ফিরেছেন মুশফিক। কাকে দেখা যাবে তাহলে উইকেটের পেছনে? বিষয়টিকে মধুর বলেছেন পাপন। যে কারণে ভারত, অস্ট্রেলিয়ার মতো দুটো দল করার পরিকল্পনার কথা জানান বিসিবি বস।
তার কথায় বোঝাই যাচ্ছে, এই মধুর সমস্যায় উইকেট সামলানোর দায়িত্ব থেকে হয়তো সিনিয়র মুশফিকে কাটা পড়তে পারেন তরুণ সোহান।
এদিকে নতুন করে সামনে এসেছে বাংলাদেশ দলের উদ্বোধনী জুটি প্রসঙ্গও। ক্রিকেটবিষয়ক সাইট ক্রিকেইনফোকে শনিবার (২৮ আগস্ট) বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স আভাস দিলেন, ইনজুরির কারণে জিম্বাবুয়ে সফর মিস করা এবং পারিবারিক সমস্যায় অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াডে না থাকা লিটন দাস কিউইদের বিপক্ষে ওপেনিংয়ে ফিরতে পারেন।