টি-টোয়েন্টি বিশ্বকাপে উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ
চূড়ান্ত হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। আগামী ১৭ অক্টোবর সংযুক্ত আরব আমিরাত ও ওমানে শুরু হচ্ছে ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের বিশ্বকাপ আসর। আর এর উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ হিসাবে মাঠে থাকবে স্কটল্যান্ড। বি গ্রুপে বাংলাদেশের অন্য দুই ম্যাচে- ১৯ অক্টোবর প্রতিপক্ষ ওমান ও ২১ অক্টোবর লড়াই পাপুয়া নিউ গিনির সঙ্গে। বাংলাদেশের তিনটি ম্যাচই হবে ওমানে।
প্রথম রাউন্ডে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে মোট ৮টি দল। বাংলাদেশ ছাড়াও টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আছে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ড। বি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার-আপ দল উঠবে সুপার টুয়েলভে। গ্রুপ বি-এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ দুইয়ে। যে গ্রুপে আছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।
সুপার টুয়েলভে গ্রুপ-১-এ আছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ। প্রথম রাউন্ড থেকে এই দলগুলোর সঙ্গে যোগ দেবে গ্রুপ ‘এ’র রানার্সআপ ও গ্রুপ ‘বি’র শীর্ষ দল। ভারত ও পাকিস্তান খেলবে গ্রুপ-২-তে।
তাদের গ্রুপসঙ্গী নিউজিল্যান্ড, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডে গ্রুপ ‘বি’র শীর্ষ দল ও গ্রুপ ‘এ’র রানার্সআপ দল। সূচি অনুযায়ী আগামী ২৪ অক্টোবর দুবাইতে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।