জায়েদ খানের বিরুদ্ধে বহু অভিযোগ

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান
একটা দুইটা শিল্পীর জন্য যদি শিল্পী সমাজের মানহানি হয় সেটি মেনে নেয়া যায় না কয়েকদিন আগেই এই বক্তব্য দিয়েছিলেন জায়েদ খান। পরিমনি ইস্যুতে শিল্পী সমিতির সাধারন সম্পাদক হিসেবে নায়ক জায়েদ খানের এমন কথা খুব স্বাভাবিক এবং প্রত্যাশিতও বটে। তবে টানা চার বছর হলো শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করা এ নায়কের বিরুদ্ধেই রয়েছে নানা অভিযোগ।
বাংলা চলচ্চিত্রের নবাগত নায়িকা সিলভী। তার মা জানান, চোখের সামনে মেয়ের সম্ভাবনাময় ভবিষ্যত নষ্ট হয়ে গেছে। এই সিলভীকে নানানভাবে হেনস্তা করেছে জায়েদ খান। অভিযোগ তার মায়ের। সিলভী অবশ্য সবার মায়া ত্যাগ করে করোনায় মারা যান।
শুধু সিলভী নয়, এমন অনেক অভিযোগ আছে এ নায়কের বিরুদ্ধে। জায়েদের অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় অনেককেই দিতে হয়েছে মূল্য। অভিযোগ করেছেন নায়িকা সিমু. সাদিয়া মির্জাসহ অনেকে।
এছাড়া শিল্পী সমিতির নামে টাকা তুলে আত্মসাতের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চিত্রনায়িকা বেবী বলেন, জায়েদ খান শিল্পী সমিতির নাম ভাঙিয়ে প্রচুর অর্থ কামিয়েছেন। এগুলো নিয়ে ফিসফাস করলেই তিনি তার ক্ষমতার প্রয়োগ করেন।
চলচিত্র তারকা সাকিব খান গত রোববার নিজের ফেসবুক পেজে বর্তমান কমিটির কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুললেও সরাসরি কথা বলতে রাজি হননি। তবে ওমর সানি ইন্ডিপেনডেন্টকে জানিয়েছেন তার ক্ষোভের কথা। আর পরিচালক কাজী হায়াত এসব বিষয়ে নিজের হতাশা প্রকাশ করেন ইন্ডিপেনডেন্টের সাথে আলাপকালে।
চলচ্চিত্রের বাইরেও নিজের প্রভাব খাটিয়ে নিজ জেলা পটুয়াখালিতে একটি বাড়ি দখলেরও অভিযোগ আছে জায়েদসহ তার দুই ভাইয়ের বিরুদ্ধে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অভিযোগ করেছে পরিবারটি।
সাধারণ শিল্পীদের আশা, অভিযোগ সব আমলে নিয়ে সত্য উদঘাটনে উদ্যেগী হবে প্রশাসন। তবে জায়েদ খান তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করেছেন।