তালেবানকে মানবিক হওয়ার আহ্বান জাতিসংঘ মহাসচিবের

          

আফগান নাগরিকদের স্বার্থরক্ষায় তালেবানকে মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

সোমবার নিউ ইয়র্কে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে তিনি বলেন, আফগান নাগরিকদের প্রত্যাখ্যান করা উচিত নয়।

দেশটির নারী ও মেয়ে শিশুর অধিকার লঙ্ঘনের একাধিক রিপোর্ট নিয়ে উদ্বেগ জানান গুতেরেস। মানবাধিকার আইন মেনে নাগরিক অধিকার রক্ষার আহ্বান জানান তিনি। আফগান শরণার্থী নিতে সব দেশেরই এগিয়ে আসা উচিত বলেও মনে করেন জাতিসংঘ মহাসচিব। এদিকে, তালেবান হামলায় ঝুঁকিতে থাকা মানুষকে সরিয়ে নিতে জরুরি ভিত্তিতে মানবিক করিডোর স্থাপনের দাবি জানান জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত।

অ্যান্তোনিও গুতেরেস জানান, সহিংসতা বন্ধের আহ্বান জানাচ্ছি। আফগান জনগণের অধিকার সম্মান ও আন্তর্জাতিক চুক্তি মেনে চলারও আহ্বান জানাচ্ছি। প্রজন্ম ধরে তারা যুদ্ধ লড়াইয়ের মধ্যে দিয়ে বড় হয়ছে। আফগানদের আমরা কখনোই প্রত্যাখ্যান করতে পারবো না।

জাতিসংঘে আফগানিস্তানের রাষ্ট্রদূত গুলাম এম. ইসাকজাই এসময় বলেন, অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি লাখ লাখ আফগানবাসী। আমরা উদ্বিগ্ন কারণ, দোহায় ও অন্যান্য আন্তর্জাতিক ফোরামে, তালেবান তাদের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করবে কী না। অতীতেও এমনটা হতে দেখেছি। জরুরি ভিত্তিতে মানবিক করিডরের আহ্বান জানাচ্ছি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জাতিসংঘ * তালেবান * মানবিক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ