আবারো একদিনের রিমান্ডে পরীমনি
এরআগে বুধবার পরীমনির জামিন আবেদনের শুনানির কথা থাকলেও রাষ্ট্রপক্ষ রিমান্ড আবেদনের কথা জানায় আদালতকে। পরে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করে মহানগর হাকিম আদালত।
সকাল ৯টার দিকে রিমান্ড ও জামিন শুনানির জন্য কাশিমপুর কারাগার থেকে আদালতে নেয়া হয় পরীমনিকে। গত ৪ আগস্ট অভিনেত্রী পরীমনির বাসায় অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। সেসময় তার বাসা থেকে উদ্ধার করা হয় মাদকদ্রব্য। এ ঘটনায় বনানী থানার মামলায় দুই দফায় রিমান্ডে নেয়া হয় চিত্রনায়িকা পরীমনিকে।
এর আগে পরীমনিকে প্রথম দফায় চার দিন ও দ্বিতীয় দফায় দুদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে সিআইডি। গত ১৩ আগস্ট রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর জামিন আবেদন করা হয় ১৬ আগস্ট।