করোনা কমলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

পরিকল্পনা কমিশনের সভায় প্রধানমন্ত্রী
সভা শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, দুই বিষয় বিবেচনায় নিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই দুই বিষয়ের মধ্যে আছে করোনা সংক্রমণের পরিস্থিতি সুবিধাজনক অবস্থায় আসা এবং টিকা দেওয়ার বিষয়টি বিবেচনায় আনা।
সভায় প্রধানমন্ত্রী আরো বলেন, ১৮ বছরের বেশি বয়সী সব শিক্ষার্থীকে যত তাড়াতাড়ি সম্ভব টিকার আওতায় আনতে হবে। এছাড়া মন্ত্রিপরিষদ সচিব আরো জানান, শিক্ষা যাতে ব্যাহত না হয় সেজন্য ভার্চুয়ালি কার্যক্রম চালুরও তাগিদ দেন প্রধানমন্ত্রী।
করোনা মোকাবিলায় ২১ কোটি ডোজ টিকা পাওয়ার প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। এছাড়া সবার জন্য টিকা নিশ্চিতের কথাও বলেছেন প্রধানমন্ত্রী।
এদিকে, কোনাে ধরনের দুর্নীতি সহ্য করা হবে না বলেও, সচিবদরে সভায় বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।