পরীমণির সদস্যপদ স্থগিত করল শিল্পী সমিতি

সংবাদ সম্মেলনে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি
মাদক মামলায় গ্রেপ্তার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণির সদস্যপদ সাময়িক স্থগিত করেছে চলচ্চিত্র শিল্পীদের স্বার্থ সংরক্ষণে গঠিত বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। শনিবার বিকাল ৫টায় এক সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছে সংগঠনটি।
কার্যনির্বাহী কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে আরো জানানো হয়েছে, গৃহকর্মী নির্যাতন মামলায় আটক চিত্রনায়িকা একার সদস্যপদও সাময়িক স্থগিত করা হয়েছে।
জানা গেছে, সমিতির গঠনতন্ত্রের ৬-এর ‘খ’ ও ৯-এর ‘গ’ অনুচ্ছেদে বলা হয়েছে, সমিতির কোনো সদস্য যদি সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কোনো কাজে লিপ্ত হয় সঙ্গে সঙ্গে তার সদস্যপদ সাময়িকভাবে স্থগিত হবে। তবে আদালতে যদি প্রমাণ হয় তিনি নির্দোষ, তাহলে ফিরে পাবেন পদ। আর যদি দোষী সাব্যস্ত হন, তাহলে আজীবনের জন্য সমিতির সদস্যপদ হারাবেন।
গত বুধবার পরীমণির বাসায় অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) নানা ব্র্যান্ডের বিদেশি মদ, এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডায়েথিলামাইড), ইয়াবা এবং আইস (ক্রিস্টাল মেথ) উদ্ধার করেছে। বর্তমানে এই চিত্রনায়িকা রিমান্ডে আছেন। তার মামলা তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।