পরীমনির সাথে ঘনিষ্ঠতার অভিযোগে ডিবি থেকে সরানো হল সাকলাইনকে

ফাইল ফটো
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগের এডিসি গোলাম সাকলায়েনকে তার ডিবির দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে পদায়িত করা হয়েছেপিওএম পশ্চিমে। শনিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রধান) এ কে এম হাফিজ আক্তার বিষয়টি ইন্ডিপেনডেন্টকে নিশ্চিত করেছেন।
কে এম হাফিজ আক্তারবলেন, ‘পরিমনীর সাথে সম্পর্কের বিষয়টি আমরা শুনেছি। যেহেতু একটি অভিযোগ এসেছে, তাকে আমরা এ কারণে ডিবিতে রাখছি না। পুলিশ সদর দপ্তর একটি তদন্ত করবে। তদন্তের পর তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেয়া হবে কি না, এটা পরের বিষয়।’
ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেছেন, ‘পরীমনির সঙ্গে সাকলায়েনের যে অনৈতিক সম্পর্কের অভিযোগ এসেছে, তদন্ত করে সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
এ বিষয়ে জানতে গোলাম সাকলাইনের সরকারি ফোনে কল করা হলে আরেকজন ফোনটি ধরেন। তিনি বলেন, ‘তিনি (সাকলাইন) ছুটিতে আছেন। তার ফোনটি জমা দিয়ে গেছেন।’