দেশে ৯৮ শতাংশই ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত
ভাইরাস প্রতিনিয়তই তার রূপ বদলায়। তবে কোভিডের বদলে যাওয়ার গতি ও ধরণটা তুলনামূলক দ্রুত। তাই শুরু থেকেই এ নিয়ে আতঙ্কে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা।
এরপরও করোনার সঙ্গে পাল্লা দিয়ে ধরন শনাক্তে দিনরাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। বসে নেই বাংলাদেশও। এর আগে ছোট পরিসরে দুই একটি গবেষণা হলেও
এবার পুরো বাংলাদেশ থেকে ভ্যারিয়েন্ট সংগ্রহ করে গবেষণা করেছে বঙ্গবন্ধু মেডিকেল। এতেই জানা যায়, করোনা রোগীদের ৯৮ শতাংশই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত।
এছাড়াও গবেষনায় উঠে এসেছে, ৩০ থেকে ৩৯ বয়সী মানুষের মধ্যে আক্রান্তের হার বেশী। আর ক্যান্সার, শ্বাসতন্ত্র জটিলতা ও ডায়বেটিক রোগীদের মধ্যে মৃত্যুহার বেশী দেখা যাচ্ছে। এ গবেষণা ভবিষ্যত করোনা প্রতিরোধের কৌশল নির্ধারণে বড় ভুমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়।