চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে ১৫ বরযাত্রী নিহত

বুধবার দুপুরে পদ্মা নদীর তীরে এ ঘটনা ঘটে।
শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাকিব আল রাব্বী জানিয়েছেন, সদর উপজেলার নারায়ণপুর থেকে শিবগঞ্জের পাঁকা গ্রামের দিকে যাচ্ছিল বরযাত্রীবাহী নৌকাটি। পদ্মার অপর পাড়ে পৌঁছার পরপরই নৌকাটির উপর বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই মারা যান বরসহ ১৫ জন। আহত হন আরো অন্তত ১৫ জন। তাদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিস কর্মীরা। হতাহতদের উদ্ধার করে জেলা সদরে নেয়া হচ্ছে।
কয়েকদিন ধরেই ওই এলাকায় মৌসুমী বায়ুর প্রভাবে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। আজ বৈরি আবহাওয়ার মধ্যেই চরাঞ্চলের দুর্গম এলাকায় বিয়ের উদ্দেশ্যে যাচ্ছিলেন দুর্ঘটনাগ্রস্তরা।