অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টানা দ্বিতীয় জয়

         
৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে রোমাঞ্চকর লড়াইয়ে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারাল বাংলাদেশ। এই জয়ের মধ্যে দিয়ে টি-টোয়েন্টিতে টানা দ্বিতীয় জয় তুলে নিলো টাইগাররা।

টাইগারদের এই টানা জয়ে অভিনন্দন জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

ম্যাচের শুরুতে বাংলাদেশের বোলাররা লক্ষ্যটা রেখেছিলেন নাগালেই। মাত্র ১২১ রানে আটকে দিয়েছিলো অস্ট্রেলিয়ার ব্যাটস ম্যানদের। অল-আউট না হলেও অস্ট্রেলিয়া অনেকটা কষ্ট করেই পৌঁছাতে হয়েছে এই লক্ষ্যে।

কিন্তু ব্যাটিংয়ের শুরুতে সৌম্য এবং নাইমকে হারানোর কিছু সময় পরই ১ রানের মধ্যে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর বিদায়ে পথ হারাতে বসেছিল বাংলাদেশ। ৬৭ রানে ৫ উইকেট হারালেও আফিফ হোসেন ও নুরুল হাসান সোহান চাপের মধ্যে পথ দেখালেন দলকে।

তাদের অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি ৫ উইকেটের জয় নিশ্চিত করেছে বাংলাদেশের। ৩১ বলে ৩৭ রান করে অপরাজিত ছিলেন আফিফ, নুরুল করেছেন ২১ বলে ২২ রান।

এই সিরিজের আগে জয় ছিল না একটিও। সিরিজের প্রথম দুই ম্যাচ শেষেই জয় হয়ে গেল দুটি! দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৫ উইকেটে জিতে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।

যে কোনো ধরনের ক্রিকেটে এই প্রথম অস্ট্রেলিয়াকে টানা দুই ম্যাচে হারাল বাংলাদেশ। সফরকারীদের ১২১ রান ৮ বল বাকি থাকতে পেরিয়ে যায় মাহমুদউল্লাহর দল।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ