জয়ের জন্য ১২২ রানের টার্গেট পেলো বাংলাদেশ

         
বাংলাদেশের বোলারা ১২১ রানে আটকে দিল অস্ট্রেলিয়ার ব্যাটস ম্যানদের। অল-আউট না হলেও অস্ট্রেলিয়া অনেকটা কষ্ট করেই পৌঁছাতে হয়েছে এই লক্ষ্যে। শেষ ৪ ওভারে মাত্র ২২ রান তুলেছে তারা। তাই বাংলাদেশের জয়ের জন্য দরকার ১২২ রান।

ইনিংস জুড়ে রানের লড়াই করা সফরকারীরা ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে করতে পেরেছে ১২১ রান। অস্ট্রেলিয়ার ইনিংসে নেই কোনো ফিফটি, সর্বোচ্চ ৪৫ রান করেছেন মিচেল মার্শ। তিনি ছাড়া ১৫ ছাড়াতে পেরেছেন কেবল মোইজেস হেনরিকেস।

২৩ রানে ৩ উইকেট নিয়ে বাংলাদেশের সফলতম বোলার মুস্তাফিজ। আক্রমণে ফেরা শরিফুল ইসলামের উপর শুরু থেকেই চড়াও হতে চেয়েছিলেন মিচেল মার্শ। তেড়েফুড়ে মারতে গিয়ে ঠিক মতো খেলতে পারেননি ডানহাতি এই ব্যাটসম্যান। ক্যাচ গ্লাভসে জমান নুরুল হাসান সোহান। শরিফুল ২ উইকেট নিয়েছেন ২৭ রানে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ক্রিকেট * বাংলাদেশ ক্রিকেট টিম
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ