লক্ষ্মীপুরে করোনায় শনাক্ত হয়েছে ২০৭, মৃত্যু-১
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরে করোনায় আজ সনাক্ত হয়েছে ২০৭ জন। করোনায় আক্রান্ত হয়ে ১জন চিকিৎসাধীন মারা গেছে বলে জানান লক্ষ্মীপুর সিভিল সার্জন ডাঃ আব্দুল গফফার। একদিন আগে সবোর্চ্চ ২২২ করোনা রোগী সনাক্ত হয়েছে, মারা যান ৪ জন।
গত ১৩ দিনে লক্ষ্মীপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছে প্রায় ১৭ শত জন। লক্ষ্মীপুর জেলায় গত ১৩ দিনে প্রতিদিনই করোনায় আক্রান্ত মৃত্যুর রেকর্ড গড়ছে আর ভাংগছে।
লক্ষ্মীপুর জেলা এ পর্যন্ত ৫৬৭৬জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্য লক্ষ্মীপুর উপজেলায় সবচেয়ে বেশি ৩২৮২ জন সনাক্ত করা হয়েছে।
হাসাপাতালে করোনা রোগী ভর্তি আছে ৫৭ জন জন। লক্ষ্মীপুর সদর হাসপাতালে ২৯ জন,রায়পুর হাসপাতালে ১৭ জন, রামগঞ্জ হাসপাতালে ১০ জন ও কমলনগর হাসপাতালে ১ জন ভর্তি আছে। গত ২৪ ঘন্টায় হাসপাতালে করোনা আক্রান্ত ভর্তি হয়েছে ০৯ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছে ৭৬ জন।