টিকা নেয়ার বয়স ১৮ হচ্ছে

          

দেশে করোনার টিকা নেয়ার ন্যূনতম বয়স শিগগিরই ১৮ বছর করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এ বি এম খুরশীদ আলম। শুক্রবার সকালে রাজধানীর করোনা বিশেষায়িত হাসপাতালগুলো পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, ভারত থেকে ট্রেনে করে অক্সিজেন আনার প্রক্রিয়াও চলছে।

দেশে গত ২৬ জানুয়ারি টিকার জন্য নিবন্ধন শুরু হয়। শুরুতে ৪০ বছর ঊর্ধ্বের ব্যক্তিরা টিকার জন্য নিবন্ধন করতে পারতেন। গত ৫ জুলাই স্বাস্থ্য অধিদফতর জানায়, ৩৫ বছর হলেই টিকার নিবন্ধন করা যাবে। ১৯ জুলাই এটিকে ৩০-এ নামিয়ে আনা হয়। এখন ১৮ করার কাজ চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ