ময়মনসিংহ বিভাগে করোনা সংক্রমণের হার ২৫.৫৮ শতাংশ

 

 

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনার নমুনা পরীক্ষার জন্য ভিড়

ময়মনসিংহ বিভাগের চার জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন আরও ৩৫৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। বিভাগে ১ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়ায় ২৫ দশমিক ৫৮ শতাংশ। বিভাগে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও আটজনের।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বিভাগে গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারে শীর্ষে শেরপুর। শনিবার সকাল থেকে রোববার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ জেলায় ৭১৭ জনের নমুনা পরীক্ষা করে ১৮৪ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। সংক্রমণের হার ২৫ দশমিক ৬৬ শতাংশ। জামালপুর জেলায় ২৫৪ জনের নমুনা পরীক্ষা করে ৫০ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া যায়। এ জেলায় সংক্রমণের হার ১৯ দশমিক ৬৮ শতাংশ। শেরপুর জেলায় ২৫৬ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে সংক্রমণ পাওয়া যায়। বিভাগের মধ্যে সংক্রমণের সর্ব্বোচ্চ হার এ জেলায়। সংক্রমণের হার ৩২ দশমিক শূন্য ৩ শতাংশ। এছাড়া নেত্রকোনা জেলায় ১৭২ জনের নমুনা পরীক্ষায় ৪২ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়। এ জেলায় শনাক্তের হার ২৪ দশমিক ৪১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনায় বিভাগের ময়মনসিংহ জেলায় ৩ জন, নেত্রকোনায় ২ জন, জামালপুরের ২ জন ও শেরপুরে ১ জনের মৃত্যু হয় বলে জানান ময়মনসিংহ বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. শাহ আলম।

তিনি আরও জানান, বিভাগে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২০৬ জনের।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ