বাংলাদেশি বংশোদ্ভুত ফারহানার ব্রিটেনের পরীক্ষায় অসাধারণ ফল
ফারহানা আহমদ
ব্রিটেনে বাংলাদেশিদের মুখ উজ্জ্বল করলেন ফারহানা আহমদ। তিনি বিশ্বখ্যাত লন্ডন ইউনিভার্সিটির দ্য সিটি ল’ স্কুল থেকে এলএলবিতে প্রথম শ্রেণিতে প্রথম হয়েছেন। তার গড় নম্বর ৭৬.৩%।
বাংলাদেশি বংশোদ্ভূত এই মেধাবী শিক্ষার্থী কয়েকটি বিষয়ে তার ইউনিভার্সিটির আইন বিভাগের অতীতের সব রেকর্ড ভঙ্গ করে সর্বোচ্চ নম্বর পেয়েছেন। তিনি যুক্তরাজ্যের হাইকোর্টের বিচারপতি হওয়ার স্বপ্ন দেখেন।
ভালো ফলাফলের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে ফারহানা বলেন, ‘আমি আলোকিত সমাজ ও কমিউনিটি বিনির্মাণে এবং আইনের শাসন প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে চাই।’
ফারহানা এ বছর সেপ্টেম্বরে বার-এট-ল’ এবং এলএলএম-এ ভর্তি হবেন। ইতোমধ্যে তিনি তিনটি বিশ্বখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বার-এট-ল’ কোর্স এবং একইসাথে এলএলএম করার অফার পেয়েছেন। লন্ডনে জন্ম নেওয়া ফারহানার পৈত্রিক নিবাস সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের বাহাড়া দুবাগ গ্রামে।
ফারহানার বাবা নাজির আহমদও বার-এট-ল’ ডিগ্রি অর্জন করে আইন পেশায় জড়িত আছেন। বাংলা ও ইংরেজিতে এ পর্যন্ত পাঁচটি বই বের হয়েছে তার। লন্ডনের নিউহ্যাম বারায় দুই দুইবার নির্বাচিত ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার নাজির। আরও বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি।
ব্যারিস্টার নাজির আহমদ ও কবি সালমা আহমদের পাঁচ ছেলেমেয়ের মধ্যে চার জনই আইন পেশায় যুক্ত হতে চান। সংবাদ বিজ্ঞপ্তি।