করোনায় অল্প সময়ের ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু
ইয়াকুব আলী ও তার ছেলে আজগর আলী, ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ের হরিপুরে উপজেলা বিএনপির সভাপতি ও স্থানীয় শীতলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজগর আলী (৫০) ও তার বাবা ইয়াকুব আলী (৭০) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইয়াকুব আলী নিজ বাড়িতে মারা যান। এর কয়েক ঘণ্টা পর রাত সাড়ে ১২টার দিকে দিনাজপুর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার ছেলে আজগর আলী। তাদের বাড়ি উপজেলার দনগাঁও গ্রামে।
উপজেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, আজগর আলী শ্বাসকষ্ট নিয়ে প্রথমে হরিপুর হাসপাতালে ভর্তি হন। গত বুধবার করোনা পজিটিভ আসায় সেদিন রাতেই তাকে দিনাজপুর নিয়ে যাওয়া হয়।
এদিকে আজগর আলীর বাবা ইয়াকুব আলীও জ্বর শ্বাসকষ্ট নিয়ে দিনাজপুর মেডিকেলে ভর্তি হন। সেখানে তার করোনা পজেটিভ আসে। এরমধ্যে বৃহস্পতিবার কিছুটা সুস্থবোধ করলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।
জানা গেছে, আজগর আলীর চাচা ইউনুস আলীও গত সপ্তাহে হরিপুর হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মাত্রই মারা যান।
ঠাকুরগাঁওয়ে গত ২৪ ঘণ্টায় ২৭৬ জনের নমুনা পরীক্ষা করে ১২৫ জনকে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা তিন হাজার ৫০৯। এরমধ্যে সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫ জন। মোট মৃত্যু হয়েছে ৮৫ জন।