লক্ষ্মীপুরে জেলা আ.লীগ সভাপতির উপর হামলা ও গাড়ী ভাংচুরকারীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল

 

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে জেলা আওয়ামী লীগ সভাপতির উপর হামলা ও গাড়ি ভাংচুরের প্রতিবাদে এবং দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

 

জানা গেছে ২১ জুন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু আলেকজান্ডার যাওয়ার পথে তোরাবগঞ্জ বাজারে পূর্ব থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীদের অতর্কিত হামলার শিকার হন। শারীরিক লাঞ্চনার পাশাপাশি এ নেতার নিশান গাড়ি ভাঙচুর করা হয়।

পরবর্তীতে এনিয়ে থানায় মামলা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে গতকাল প্রকৃত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য চন্দ্রগঞ্জ থানার কুশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করা হয়।

 

স্থানীয় আওয়ামী লীগের সভাপতি ও কুশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ ১৪ দলীয় জোটের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান সাবির আহমেদ, এডভোকেট শামসুল হক শামসু, জেলা আওয়ামী লীগ নেতা মনসুর আহমেদ, এ এইচ এম আব্দুল খালেক মাস্টার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান মেম্বারসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

 

বক্তারা দোষীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ