ইরানে ভোট হচ্ছে
ইরানের ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে শুক্রবার।
হাসান রুহানির উত্তরসূরী নির্বাচিত করতে সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; যা চলবে রাত ১২টা পর্যন্ত। শনিবার দুপুরের দিকে ফল ঘোষণা করা হতে পারে।
এবারের নির্বাচনে সাতজন প্রার্থী থাকলেও এরই মধ্যে তিনজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে দুইজনের মধ্যে।
এরই মধ্যে নির্বাচন নিয়ে প্রশ্ন তুলে তা বয়কটের ডাক দিয়েছে কয়েকটি পক্ষ। এমন পরিস্থিতিতেই চলছে নির্বাচন।
ভোট শুরুর পর সকালে তেহরানে ভোটাধিকার প্রয়োগ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। জনগণকে ভোটাধিকার প্রয়োগের আহ্বানও জানিয়েছেন তিনি।
আয়াতুল্লাহ খামেনি বলেন, সবাই ভোট দিন। আপনাদের প্রেসিডেন্ট বেছে নিন। আপনার দেশের ভবিষ্যতের জন্য এটা গুরুত্বপূর্ণ।