ইরানের নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ালেন দুই প্রেসিডেন্ট প্রার্থী
ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ালেন দুই প্রার্থী মোহসেন মেহের আলীজাদে ও আলীরেজা যাকানি।
বুধবার (১৬ জুন) সকালে মেহের আলীজাদে অপর সংস্কারপন্থী প্রার্থী আব্দুন নাসের হেম্মাতির প্রতি সমর্থন জানিয়ে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আরেক প্রতিদ্বন্দ্বী ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন জানিয়ে এরপর প্রার্থী আলীরেজা যাকানি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান। তারা যাকে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন তাদেরকে ইব্রাহিম রায়িসির প্রতি সমর্থন দিতে তিনি সবার প্রতি আহ্বান জানিয়েছেন।
যাকানি বলেছেন, সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির প্রতি ব্যাপক জনসমর্থন লক্ষ্য করা যাচ্ছে। আসলেই তিনি যোগ্য প্রার্থী। আমি নিজেও তাকেই ভোট দেব। কাজেই প্রতিদ্বন্দ্বিতায় আমার আর থাকার প্রয়োজনবোধ করছি না।