বৃক্ষরোপণে  অবদান রাখায় প্রধানমন্ত্রী ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবেন

 

বৃক্ষরোপণ অভিযানে অনুপ্রাণিত করতে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদানের জন্য ১০টি শ্রেণিতে ১৪ ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক-সংক্রান্ত জাতীয় কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো- সাতক্ষীরার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, নরসিংদীর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, পটুয়াখালীর শিয়ালী তালেমুন কোরআন নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা, মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজ, আছমত আলী খান কলেজ, খুলনার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ, বাগেরহাট উপজেলা পরিষদ, ঈশ্বরদী পৌরসভা, খুলনা আরআরএফ, পটুয়াখালী পওর বিভাগ, পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড, কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি সংগঠন কুষ্টিয়ার জগতি, পঞ্চগড়ের বাংলাদেশ স্কাউটস, বীরগঞ্জের সামাজিক বন বিভাগ, সামাজিক বন বিভাগ যশোর, (এসএফএনটিসি) সাতক্ষীরা কক্সবাজার উত্তর বন বিভাগ; ব্যক্তিগত পর্যায়ে খাগড়াছড়ির উনুচিং মারমা, মুন্সীগঞ্জের রভীন সিরাজ, নাটোরের ইসাক আহমেদ, বড়লেখার মো. মেহেদী হাসান কবির, উত্তরা ভাই ভাই নার্সারির হেলেনা আক্তার হেনা, ফতেয়াবাদ নার্সারির রুজিনা ইয়াছমিন, বৃক্ষবন্ধু নার্সারির নিলু বেগম, মৌলভীবাজার, সততা নার্সারির অঞ্জনা রানী পাল, রাজধানীর কলাবাগানের নাহিদা বারিক, দিনজাপুরের রাখী দে, রাজশাহীর ওয়াহিদা, রাজবাড়ীর ড. মো. আবদুল হাকিম মণ্ডল, চট্টগ্রামের মো. মোকাম্মেল হক খান, মৌলভীবাজারের হৃদয় চন্দ্র দেবনাথ।

বৃক্ষরোপণে  অবদান রাখায় প্রধানমন্ত্রী ৩০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে পুরস্কৃত করবেন

 

 

বৃক্ষরোপণ অভিযানে অনুপ্রাণিত করতে ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার-২০১৯’ প্রদানের জন্য ১০টি শ্রেণিতে ১৪ ব্যক্তি ও ১৬টি প্রতিষ্ঠানকে চূড়ান্তভাবে মনোনীত করেছে সরকার।

রোববার পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে পদক-সংক্রান্ত জাতীয় কমিটির অনলাইন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মনোনীত প্রতিষ্ঠানগুলো হলো- সাতক্ষীরার ধানদিয়া ইউনিয়ন ইনস্টিটিউশন, নরসিংদীর কাজী মফিজ উদ্দিন উচ্চ বিদ্যালয়, পটুয়াখালীর শিয়ালী তালেমুন কোরআন নূরানি ও হাফেজিয়া মাদ্রাসা, মৌকরণ বিএলপি ডিগ্রি কলেজ, আছমত আলী খান কলেজ, খুলনার আলহাজ মোল্লা জালাল উদ্দিন কলেজ, বাগেরহাট উপজেলা পরিষদ, ঈশ্বরদী পৌরসভা, খুলনা আরআরএফ, পটুয়াখালী পওর বিভাগ, পটুয়াখালীর পানি উন্নয়ন বোর্ড, কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বেসরকারি সংগঠন কুষ্টিয়ার জগতি, পঞ্চগড়ের বাংলাদেশ স্কাউটস, বীরগঞ্জের সামাজিক বন বিভাগ, সামাজিক বন বিভাগ যশোর, (এসএফএনটিসি) সাতক্ষীরা কক্সবাজার উত্তর বন বিভাগ; ব্যক্তিগত পর্যায়ে খাগড়াছড়ির উনুচিং মারমা, মুন্সীগঞ্জের রভীন সিরাজ, নাটোরের ইসাক আহমেদ, বড়লেখার মো. মেহেদী হাসান কবির, উত্তরা ভাই ভাই নার্সারির হেলেনা আক্তার হেনা, ফতেয়াবাদ নার্সারির রুজিনা ইয়াছমিন, বৃক্ষবন্ধু নার্সারির নিলু বেগম, মৌলভীবাজার, সততা নার্সারির অঞ্জনা রানী পাল, রাজধানীর কলাবাগানের নাহিদা বারিক, দিনজাপুরের রাখী দে, রাজশাহীর ওয়াহিদা, রাজবাড়ীর ড. মো. আবদুল হাকিম মণ্ডল, চট্টগ্রামের মো. মোকাম্মেল হক খান, মৌলভীবাজারের হৃদয় চন্দ্র দেবনাথ।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ