কল্পনাপ্রসূত,মনগড়া ও অবাস্তব বাজেট: জাপা
জিএম কাদের
প্রস্তাবিত বাজেটকে কল্পনাপ্রসূত মনগড়া ও অবাস্তব বলে মন্তব্য করেছে বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২০২২ অর্থবছরের বাজেট পেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন জাপার চেয়ারম্যান জিএম কাদের।
সংসদের অধিবেশন থেকে বেরিয়ে বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের বলেন, আন্দাজের ভিত্তিতে করা এই বাজেট বাস্তবায়নযোগ্য নয়। ছয় লাখ কোটি টাকার বাজেটে দুই লাখ ১৫ হাজার কোটি টাকাই ঘাটতি। এই বিশাল ঘাটতি পূরণে যে ব্যবস্থা বলা হয়েছে, তা বাস্তবসম্মত নয়।
জিএম কাদের বলেছেন, ধারণার বশবর্তী হয়ে অর্থমন্ত্রী বাজেট তৈরি করেছেন। এই বাজেট এতটাই সংশোধন করতে হবে, তাতে প্রণীত বাজেটের প্রকৃত রূপ থাকবে না। অর্থমন্ত্রী বাজেটে খরচ বাড়িয়েছেন। বাড়ানো দরকারও আছে। কিন্তু অর্থ আহরণের বিষয়ে হোঁচট খেয়েছেন। গেল বাজেটের লক্ষ্যামত্রার ৬০ ভাগও রাজস্ব আদায় হয়নি ১০ মাসে। সামনের দুই মাসে কতটা আদায় হবে তাও জানেন না অর্থমন্ত্রী। জিডিপির ৬ দশমিক ২ শতাংশ ঘাটতির বাজেট এর আগে আর হয়নি। ঘাটতির এই বাজেটে যত সুন্দরভাবে বরাদ্দ দেখানো হয়েছে, বিস্তারিত গেলে বোঝা যাবে কতটা ফাঁক আছে। ঘাটতি পূরণে বৈদেশিক ও অভ্যন্তরীণ ঋণের কথা বলা হয়েছে। কিন্তু ঋণ পাবেন এমন নিশ্চয়তা নেই।
জিএম কাদের বলেন, স্বাস্থ্যখাতে নামমাত্র বরাদ্দ বাড়ানো হয়েছে। সামাজিক নিরাপত্তায় যে বরাদ্দ দেওয়া হয়েছে, তাও প্রয়োজনের তুলনায় কম। কর্মসংস্থান সৃষ্টি নিয়ে রূপরেখা নেই বাজেটে। যারা করোনাকালে কর্মহীন হয়েছে এবং দারিদ্রসীমার নিচে চলে গেছে, তাদের জন্যও দিকনির্দেশনা নেই।