ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ

 

                                                              ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল

নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার ঢাবি শাখা ছাত্রদল এ কর্মসূচির আয়োজন করে। গত মঙ্গলবার টিএসসিতে ছাত্রদলের কর্মসূচি চলাকালে তাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকালে ঢাবি ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব এবং সদস্য সচিব আমানউল্লাহ আমানের নেতৃত্বে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে টিএসসির রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রাকিব বলেন, আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব। নেতাকর্মীদের ওপর হামলায় জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

এ সময় ঢাবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নাছিরউদ্দীন নাছির, আশরাফুল ইসলাম খান, খোরশেদ আলম সোহেল, এইচ এম আবু জাফর, এ বি এম এজাজুল কবির রুয়েল, সজীব মজুমদার, শাফি ইসলাম, রিয়াদ রহমান, আবু সুফিয়ান, হাসান আল আরিফ, জেহাদুল ইসলাম , শরীফুল ইসলাম প্রধান, কাজী শামসুল হুদা, এস এম মাহমুদুল হাসান রনি, এনামুল হক এনাম, মোস্তাফিজুর রহমান, আবুল বাসার, আরিফুল ইসলাম, মো. হাসান, বায়েজিদ হোসাইন, ফারুক আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ