বার্সায় গেলেন আগুয়েরো

ফাইল ছবি

প্রত্যাশামতোই বার্সেলোনায় যোগ দিলেন সার্জিও আগুয়েরো। সোমবার আনুষ্ঠানিকভাবে আগুয়েরোকে দলে টানার কথা জানায় স্প্যানিশ জায়ান্টরা। ৩২ বছর বয়সী এই স্ট্রাইকার বার্সার সঙ্গে দুই বছরের চুক্তি স্বাক্ষর করবেন।

সোমবার স্বাস্থ্য পরীক্ষা শেষে ন্যু ক্যাম্পে তার চুক্তি স্বাক্ষর হয়ে যাওয়ার কথা রয়েছে। তবে ম্যানচেস্টার সিটি থেকে ফ্রি ট্রান্সফারে যোগ দিলেও বার্সা চুক্তিতে ১০০ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ রেখেছে।

আগুয়েরোকে দলে টানার বিষয়টি নিশ্চিত করে নিজেদের ওয়েবসাইটে একটি বিবৃতি দেয় বার্সা, ‘সার্জিও কুন আগুয়েরো ও বার্সেলোনা চুক্তি নিয়ে ঐকমত্যে পৌঁছেছে। ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষে ১ জুলাই থেকে বার্সায় যোগ দেবেন তিনি। ২০২২-২৩ মৌসুম পর্যন্ত দুই বছরের জন্য চুক্তিতে ১০০ মিলিয়ন বাই-আউট ক্লজ রাখা হয়েছে।’

এই চুক্তির মধ্য দিয়ে ম্যানসিটির সঙ্গে আর্জেন্টাইন এই স্ট্রাইকারের ১০ বছরের সম্পর্কের ইতি ঘটল। অবশ্য গত সপ্তাহেই প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে ইত্তিহাদ স্টেডিয়ামে তাকে আনুষ্ঠানিক বিদায় জানিয়ে দিয়েছে সিটি।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ