আওয়ামীলীগ ও বিএনপির কমিটিতে একই ব্যক্তি

 

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলার ২০ নং চররমনী মোহন ইউনিয়নের দীর্ঘ কয়েক বছর ধরে যুবদলের দায়িত্বে থাকা  হুমায়ুন কবির এখন স্বেচ্ছাসেবক লীগেরও নেতা হয়েছেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মোহাম্মদ ইউসুফ ও প্রথম যুগ্ম আহবায়ক মোঃ দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ৩২ সদস্যবিশিষ্ট  ৯নং ওয়ার্ড কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ হুমায়ূন কবির রয়েছেন। তথাপিও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ লক্ষ্মীপুর সদর উপজেলার যুগ্ম আহবায়ক মোঃ হাশেম আহমেদ রুপম ও যুগ্ম আহবায়ক মোঃ দুলাল উদ্দিন মোল্লা স্বাক্ষরিত ২০ নং চররমনী মোহন ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগেও হুমায়ুন কবিরকে আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহ্বায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।

বঞ্চিত ,ত্যাগী, কর্মঠ, দলের জন্য নিবেদিত প্রান কর্মিদের পদ না দিয়ে  যুবদল নেতাকে স্বেচ্ছাসেবক লীগে পদ দেওয়ায়  উপজেলা স্বেচ্ছাসেবক লীগ কঠোর সমালোচনার মুখে পড়ে।

 

এদিকে দলীয় গঠনতন্ত্র অনুসারে উক্ত কমিটির অনুমোদন হয়নি বলেও অনেকে মতামত ব্যক্ত করেন। কারণ উক্ত কমিটি অনুমোদন দেয়া দুজনেই যুগ্মআহ্বায়ক। এমন কর্মকাণ্ডে পুরো ইউনিয়নে চলছে বিভিন্ন রকম মিশ্র প্রতিক্রিয়া।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ