লক্ষ্মীপুরে সরকারি খাল দখল করে পাকা দোকান নির্মাণ

লক্ষ্মীপুর সদর উপজেলার ৩ নং দালাল বাজার ইউনিয়নের খন্দকারপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে সরকারি খাল দখল করে পাকা দোকান-পাট নির্মাণ করছে শহিদুল্লাহ নামের এক স্থানীয় প্রভাবশালী। একই সাথে স্থানীয় নুরু মোল্লার জমি দখল করার অভিযোগ উঠেছে।
লক্ষীপুর থেকে আমাদের সহকর্মী আবীর আকাশ জানিয়েছেন -শহিদুল্লাহ শুধু দখল করেই ক্ষান্ত হননি  স্থানীয় মোল্লাবাড়ি নুরু মোল্লা নামক এক বৃদ্ধকে মামলা দিয়ে হয়রানি করছেন। ২০১৬ সালে সরকারি খাল নিয়ে দায়ের করা মামলার তদন্তে তা নথিভুক্ত করে খারিজ করে বাদী শহীদুল্লাকে ভর্ৎসনা করেন আদালত।
শহীদুল্লাহ সরকারি খাল দখলে এতটাই বেপরোয়া হয়ে উঠেছে যে তার ছেলে সুমন, মাসুদ ও রিপনসহ সাঙ্গপাঙ্গদের নিয়ে নুরু মোল্লাকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেয়। সরকারি খাল দখল করে দোকান পাট নির্মাণ করায় লক্ষীপুর থানা পুলিশ এসে কাজ বন্ধ করে দিলেও দিনের বেলা কাজ বন্ধ রেখে রাতের বেলায় কাজ করার চেষ্টা চালায় শহিদুল্লাহ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ