সিলেটে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেট জৈন্তাপুরে ট্রাকের নিচে চাপা পড়ে তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
রোববার গভীর রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত বাজারে এই ঘটনা ঘটে বলে জৈন্তাপুর থানার ওসি গোলাম দস্তগীর জানান।
নিহতরা হলেন- স্থানীয় মোটর মেকানিক সুহেল আহমদ (৩৫), কানাইঘাটের গাছবাড়ী নয়াগ্রামের হাফিজ সুলতান আহমদ (২৮) ও আশিক আহমদ (২৬)৷
ওসি গোলাম দস্তগীর বলেন, সিলেট থেকে জাফলংগামী একটি দ্রুতগতির ট্রাক বিপরীত দিকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত দুজন পথচারীকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
ট্রাক ফেলে চালক পালিয়ে গেছে বলেও জানান ওসি।