পদ্মায় স্পিডবোট উল্টে নিহত ২৬

 

                            মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার কাজে ডুবুরিরা। ছবি: সংগৃহীত

 

মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে পদ্মা পাড়ি দিয়ে মাদারীপুরের শিবচর উপজেলার বাংলাবাজার ঘাটে পৌঁছানোর পর স্পিডবোট উল্টে অন্তত ২৬ জন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

শিবচর থানার পরিদর্শক আমির হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘স্পিডবোটে ৩৫ জনের মতো যাত্রী ছিলেন। বাংলাবাজার ঘাটে নোঙ্গর করা বাল্কহেডে এসে ধাক্কা দিলে স্পিডবোটটি উল্টে যায়।’

‘এ পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে,’ যোগ করেন তিনি।

পাঁচজনকে উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি জানিয়েছেন তাদের মধ্যে তিন জনকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‘বাকিদের উদ্ধারের কাজ চলছে,

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ