আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের কমিশনার হলেন আবুল কালাম আজাদ
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক মুখ্য সচিব ও ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ বিশ্ব অর্থনৈতিক ফোরামের ‘গ্লোবাল কমিশন অন বায়োডায়ভারসিটিস বাই ২০৩০’ তে কমিশনার নিযুক্ত হয়েছেন। বিশ্ব অর্থনৈতিক ফোরামের আহ্বানে ও কলম্বিয়া সরকারের অংশীদারিত্বে গঠিত ‘গ্লোবাল কমিশন অন বায়োডায়ভারসিটিস বাই ২০৩০’ বিশ্বজুড়ে নগর সরকার, ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকদের প্রকৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি নগর উন্নয়নের মডেল তৈরি করতে সহায়তা করবে। এই কমিশনের সঙ্গে যুক্ত আছেন সরকারি ও বেসরকারি খাতের বিশ্বখ্যাত বিশেষজ্ঞ, শিক্ষাবিদ এবং সুশীল সমাজের ২৫ জন প্রতিনিধি। তাদের একজন হলেন ক্লাইমেট ভালনারেবল ফোরামের বিশেষ দূত আবুল কালাম আজাদ।গত সপ্তাহে তাকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ব অর্থনৈতিক ফোরাম কলম্বিয়া সরকারের ২০৩০ সালের মধ্যে ৩ ট্রিলিয়ন ডলার মূল্যের ব্যবসার সুযোগ এবং প্রায় ১২ কোটি কর্মসংস্থান তৈরি করতে কাজ করবে। এই নতুন উদ্যোগের আওতায় অবকাঠামো তৈরি এবং বিশ্বব্যাপী নগরগুলোকে নতুনভাবে নকশা করার পরিকল্পনা করার কাজ করা হবে।এই কমিশন নগরের উন্নয়নকে টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং প্রকৃতি ইতিবাচক করার উদ্দেশ্যে পরিচালিত সাম্প্রতিক গবেষণাকে ব্যবহারিক পর্যায়ে বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবে।