ফের মমতাই আসছে,বিজিপির ভরাডুবি

দুপুর একটা পর্যন্ত ভারতের জাতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পাওয়া ফলাফলে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেস ২৯২ টি আসনের মধ্যে ২০৬ টি আসনে আসন পেয়েছে।
বিজেপি পেতে চলেছে ৮৩ টি আসন।
ভারতের যে রাজনৈতিক জোট টানা সাতবার বা টানা ৩৪ বছর ধরে পশ্চিমবঙ্গ শাসন করেছে, সেই বামফ্রন্ট (পশ্চিমবঙ্গ) এবারের নির্বাচনে এখন পর্যন্ত একটিও আসন পায়নি।
স্বতন্ত্র দুইটি, ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন একটি, কংগ্রেস একটি আর রাষ্ট্রীয় সেকুলার মজলিস পার্টি একটি আসন পেলেও, ৩৪ বছরের শাসক দলের নামে একটিও আসন মেলেনি।