৬০০ পার করল শ্রীলংকা
এবার সাজঘরে ফিরলেন নিরোশান ডিকভেলা। ৩১ রান করে তিনি রান আউটের শিকার হন। এর কিছু পরেই স্কোরবোর্ডে শ্রীলংকার সংগ্রহ ৬০০ ছুঁয়েছে।
১৬৬তম ওভারের শেষ বলে হাসারাঙ্গা ডি সিলভার সঙ্গে ভুল বোঝাবুঝি হয় ডিকভেলার। রানের জন্য ছুটে ক্রিজের মাঝপথে চলে আসেন। ততক্ষণে বোলার মিরাজের হাতে বল। পপিং ক্রিজের ফেরার আর পথ ছিল না ডিকভেলার।
মিরাজের থ্রোতে উইকেট ভেঙে দেন উইকেটরক্ষক লিটন দাস। ৩৩ বলে ৩১ রানের ক্যামিও ইনিংস খেলেছেন তিনি।
ডিকভেলার আউটের পর মাঠে নেমেছেন টেলএন্ডার সুরাঙ্গা লাকমাল। ঝড়ো ব্যাটিং করছেন। ছক্কাও হাঁকিয়েছেন।
এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ৬১৬ রান। অর্থাৎ ৭৫ রানের লিড নিল স্বাগতিকরা।
হাসারাঙ্গা ৩৫ বলে ২৪ রানে অপরাজিত। লাকমাল ১৮ বলে করেছেন ১৩ রান।
এর আগে পাথুম নিশাঙ্কাকে ফেরান পেনার এবাদত। ১৫৯.৪ ওভারে এবাদতের ডেলিভারিটি অফস্ট্যাম্পের বাইরে দিয়ে যাচ্ছিল। যা ভালোভাবে খেলতে পারেননি নিশাঙ্কা। তার ব্যাটের কানায় ছুঁয়ে এড হয়ে সরাসরি চলে যায় উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে।
২৩ বলে ১২ রান করে সাজঘরে ফেরেন এই মিডলঅর্ডার ব্যাটসম্যান।
এমন ম্যারমেরে উইকেটে দিনের শুরুতেই সাফল্য এনে দেন পেসার তাসকিন। যেখানে গতকাল সারাদিন কোনো উইকেটে নিতে পারেননি। আজ পর পর ওভারে দুটি উইকেট ফেলে দিলেন তিনি।
প্রথমে ডাবল সেঞ্চুরির পথে যেতে থাকা মিডল অর্ডার ব্যাটসম্যান ধনাঞ্জয়া ডি সিলভাকে ফেরালেন তিনি। পরের ওভারে ডাবল সেঞ্চুরিয়ান অধিনায়ক দিমুথ করুণারত্নেকে।
১৫৩.৪ ওভারে একটু দেরিতে ব্যাট চালালেন ধনঞ্জয়া। তার আগেই বল সরাসরি স্ট্যাম্প ভেঙে দেয় তার।
সমাপ্তি ঘটে ধনঞ্জয়ার ২৮৮ বলে ১৬৬ রানের ইনিংসের। সমাপ্তি ঘরে ৩৪৫ রানের পার্টনারশিপের।
নিজের পরের ওভারের চতুর্থ বলে সাজঘরে ফেরান আড়াইশর পথে হাঁটা লঙ্কান অধিনায়ককে। তাসকিনের বলে শান্তর হাতে ক্যাচ দিয়ে থামে করুণারত্নের ব্যাট।
আউট হওয়ার আগে ৪৩৭ বলে ২৪৪ রানের দীর্ঘ এক ইনিংস খেলেছেন দিমুথ করুণারত্নে।