লকডাউন আরোও এক সপ্তাহ বাড়ানো হচ্ছে
করোনাভাইরাস সংক্রমণ মোকাবেলায় চলমান সর্বাত্মক লকডাউন আরো এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।
প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সচিবদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। অচিরেই এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হবে।
সকালে মন্ত্রীপরিষদ সচিবের সভাপতিত্বে বৈঠকটি হয়, এতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বাস্থ্য মন্ত্রনালয়ের সিনিয়র কর্মকর্তা ও পুলিশ প্রধানসহ অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে মন্ত্রীপরিষদ বিভাগের একজন কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, চূড়ান্তঅনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে।