মোঃ নুর আলম,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে অনুষ্ঠিত হলো শিল্প ও বণিক সমিতির এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা। সভায় এলাকার ব্যবসায়ী সমাজ, স্থানীয় নেতৃবৃন্দ প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেন, এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপি সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু।
গোপালপুর শিল্প ও বণিক সমিতির আয়োজনে (১৮ জুলাই) শুক্রবার সন্ধ্যায় শিল্প ও গণিত সমিতি কার্যালয় সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়, সভায় চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসা ও মাদকসেবীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়। বক্তারা বলেন, ব্যবসায়ী সমাজের নিরাপত্তা নিশ্চিত না হলে গোপালপুরের অর্থনীতি ব্যাহত হবে। তাই যেকোন মূল্যে এসব অপকর্ম রোধে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করতে হবে।
প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেন, ব্যবসায়ীদের নিরাপদে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করতে হবে। চাঁদাবাজ ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। গোপালপুরকে একটি নিরাপদ ও উন্নয়নমুখী বানিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শিল্প ও বনিক সমিতির সদস্য সচিব ও পৌর বিএনপির সভাপতি খালেদ হাসান উথান এর সঞ্চালনায় গোপালপুর শিল্প বনিক সমিতির আহবায়ক উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত, উপজেলা বিএনপির সিনিয়র সভাপতি আমিনুল ইসলাম, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক চান মিয়া, যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, আরো বক্তব্য রাখেন সানোয়ার হোসেন সানা, বেলায়েত হোসেন তালুকদার , হুমায়ুন কবির প্রমুখ ।
সভার শেষাংশে সকলের সম্মতিতে গৃহীত হয় একটি সম্মিলিত কর্মপরিকল্পনা, যার মধ্যে রয়েছে সচেতনতা কার্যক্রম, নিয়মিত পুলিশি তদারকি। গোপালপুরের ব্যবসা-বাণিজ্যকে একটি নিরাপদ ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সকলেই আশা প্রকাশ করেন।