মো. আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
শনিবার ( ১৯ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের মুক্তির সোপানে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ শহিদের স্মরণে এক শহিদ এক বৃক্ষ জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসন ও বন বিভাগের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ জেলার ১৩ শহিদের নামে ১৩টি সোনালু প্রজাতির বৃক্ষ রোপন করা হয়েছে।
বৃক্ষ রোপনের আগে শহিদ পরিবারে উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) গনপতি রায়, অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান,বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু,জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধ আজিজুর রহমান দুলাল,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান ও ছাত্র সমন্বয়ক মুনতাসীর মেহেদী।
পরে সকলের উপস্থিতে শহিদ পরিবারের সদস্যরা তাদের নিজ নিজ পরিবারের শহিদের নামে একটি করে বৃক্ষ রোপন করেন।
সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন গণ-অভ্যুত্থানে ১৩ শহিদরা হচ্ছেন,সিরাজগঞ্জ পৌরসভার মাছুম দক্ষিণ পাড়া নিবাসী ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান রঞ্জু, কামারখন্দ উপজেলার জামতৈল গ্রামের শিহাব উদ্দিন,সিরাজগঞ্জ পৌরসভা গয়লার বিএনপি কর্মী সুমন সেখ ও আব্দুল লতিফ, সদর উপজেলার মেছড়া হাটপাড়ার জাহাঙ্গীর আলম, রায়গঞ্জ উপজেলার দুমরাই রুূূদ্রপুরের লেবু ও বারইভাগের নজরুল ইসলাম, সিরাজগঞ্জ সরকারী কলেজের ছাত্র বেলকুচি উপজেলার বেতিল মাধবপুরের শিহাব আহম্মেদ ও বেতিল গোপরেখী দক্ষিণ গুমুখী গ্রামের সিয়াম হোসেন, শাহজাদপুর উপজেলার খুকনি ঝাউপাড়ার ইয়াহিয়া আলী,কৈজরির অন্তর ইসলাম, রুপপুরের সুজন মাহমুদ ও নাগরদোলার মনিরুজ্জামান।