শাহরিয়ার কবির, পাইকগাছা:
খুলনার পাইকগাছায় ইট বোঝাই ট্রলির চাপায় মোকছেদ গাজী(৬৫) নামের এক বৃদ্ধার মৃত হয়েছে।
নিহত মোকছেদ গাজী উপজেলার রাড়ুলী ইউনিয়নের বোরহানপুর গ্রামের মৃত মেনু গাজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মোকছেদ গাজী শনিবার দুপুর সাড়ে ১২ টার দিকে বাইসাইকেলে পাইকগাছা বাজারে যাচ্ছিলেন। একই গ্রামের ছহিল উদ্দীন গাজীর ছেলে ইকবাল গাজী (৩৫) স্থানীয় মিনারুলের ইটভাটা থেকে বেপরোয়া গতিতে ছেড়ে আসা ইট বোঝাই ট্রলি নিয়ে বায়তুল মামুর জামে মসজিদ সামনে পৌঁছাতে মোকছেদ গাজীর সাইকেল ধাক্কা লেগে ট্রলির পিছনের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন। এসময় ঘাতক ট্রলি চালক দ্রুত স্থান ত্যাগ করে।স্থানীয় লোকজন আহত অবস্থায় মোকছেদ গাজীকে উদ্ধার করে পাইকগাছা হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, উপজেলার রাড়ুলী ইট বোঝাই ট্রলির ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। ঘাতক ট্রলি চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। তবে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়নি।