বরগুনা প্রতিনিধি :
বরগুনার আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে পারিবারিক কলহের জেরে স্বামীর লাঠির আঘাতে স্ত্রী নিহত হয়েছেন।
শনিবার (২০ জুলাই) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাজেদা বেগম (৩৫)। তিনি ওই গ্রামের তৈয়ব আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তৈয়ব আলী ও তার স্ত্রী সাজেদা বেগমের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। ঘটনার দিন সকালে তাদের মধ্যে তীব্র কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে তৈয়ব আলী ঘরে থাকা একটি লাঠি দিয়ে স্ত্রীকে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সাজেদা।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক সাজেদাকে মৃত ঘোষণা করেন।
একজন নারী স্বামীর হাতে এভাবে প্রাণ হারানোর ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় ইউপি সদস্য ও সমাজসেবকরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অনেকেই এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে দ্রুত বিচার দাবি করেন।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন হোসেন বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত সাজেদা বেগমের বড় ভাই বলেন, “আমার বোন দীর্ঘদিন ধরেই নির্যাতনের শিকার হচ্ছিল। আমরা অনেকবার সালিশও করেছি। কিন্তু শেষ রক্ষা হলো না। আমি আমার বোন হত্যার সুষ্ঠু বিচার চাই।”