শাহাদাৎ বাবু, নোয়াখালী সংবাদদাতা :
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দিবস সমূহ পালনের অংশ হিসেবে নোয়াখালীতে শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ’ রোপন কর্মসূচির মাধ্যমে জেলায় মোট ২৬ জন শহীদের নামে ২৬ টি শতবর্ষী গাছ রোপন করা হয়েছে।
জেলা প্রশাসন ও উপকূলীয় বন বিভাগ নোয়াখালীর উদ্যোগে শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় নোয়াখালী সদরের সোনাপুর ডিগ্রী কলেজ মাঠে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক খন্দকার ইশতিয়াক আহমেদ। এ সময় একযোগে জেলার ৭টি উপজেলাতে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
জুলাই-আগস্টের গণআন্দোলনে জেলার ৭টি উপজেলাতে মোট ২৬ জন নারী পুরুষ দেশের বিভিন্ন প্রান্তে শহীদ হয়। সে অনুযায়ী সকল উপজেলাতে প্রত্যেক শহীদদের নামে নামকরণ করে মোট ২৬ টি বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করা হয়। এরমধ্যে নোয়াখালী সদর উপজেলাতে ৬জন শহীদের নামে ৬টি বৃক্ষ, বেগমগঞ্জে-০৯, সোনাইমুড়ীতে-০৬, হাতিয়ায়-০২, চাটখিলে-০১,সেনবাগে-০১, কোম্পানীগঞ্জে-০১জনসহ মোট ২৬ জন শহীদের নামে বৃক্ষরোপন করে তাদের সম্মানিত করা হয়।
এ সময় জেলা প্রশাসক দেওয়ার মাহবুবুর রহমান বলেন, জুলাই বিপ্লব আমাদের জাতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, এই দিনগুলোকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য এ আয়োজন। এই গাছগুলো লাগানো হয়েছে পরিবেশ ভালো রাখবে, পরিবেশে সু-বাতাস ছড়াবে, পাশাপাশি যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি ধারণ করবে এবং প্রজন্ম থেকে প্রজন্ম পর্যন্ত এই গাছগুলো শহীদদের স্মৃতি বহন করবে।
এ সময় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইয়াসিন, সদর উপজেলা নির্বাহী অফিসার আঁখিনূর জাহান নীলা, নোয়াখালী বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, এ কে এম আরিফ-উজ-জামান- সহকারী বন সংরক্ষক, ইব্রাহিম খলিল- বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা। এছাড়াও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হুসাইন, সদর উপজেলা রেঞ্জ বন কর্মকর্তা শেখ মো. কামরুজ্জামানসহ শহীদ পরিবারের সদস্য, জেলা বনবিভাগের অন্যান্য কর্মকর্তা বৃন্দ ও সোনাপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।