ডেমোক্রেটিক লীগ-ডিএল এর সভাপতি ও জাতীয়তাবাদী সমমনা জোটের শীর্ষ নেতা বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন কাদেরী শওকত ও ডিএল’র সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাস এক যৌথ বিবৃতিতে বলেছেন, ১ মে মহান মে দিবস, শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। শ্রমিকদের কঠোর পরিশ্রম, ত্যাগ ও অবদানের প্রতি শ্রদ্ধা জানাই। শ্রমিকরা প্রতিটি উন্নয়নের মূল চালিকাশক্তি। তাদের সম্মান ও কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্ব। “শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই স্লোগানকে সামনে রেখে আসুন, আমরা সকলে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করি।
ডেমোক্রেটিক লীগ ডিএল এর প্রতিষ্ঠাতা ভাষাসৈনিক অলি আহাদ সকল সময়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি লড়াই করেছেন।
১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন করেছিলেন। সেই আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে শ্রমজীবী মানুষের অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মে দিবস বিশ্বব্যাপী পালিত হয়।
বার্তা প্রেরক
নাসিম আহমেদ
দপ্তর সম্পাদক