নাজমুল হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার বাঁচোর ইউনিয়নের বুড়িপুকুর গ্রামেই সেই দরিদ্র অদম্য মেধাবী শিক্ষার্থী দরিদ্রতাকে হার মানিয়ে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়ে উত্তির্ন হওয়ায় নতুন বাইসাইকেল, খাদ্য সামগ্রী নিয়ে জুইয়ের পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা শুভসংঘ এবং এলাকার বৃত্তবান মানুষরা।
গত ১৩ জুলাই আজকের দর্পণ সহ বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পরেই মেধাবী জুই আক্তারের পাশে দাড়িয়েছে সমাজের বৃত্তবান মানুষরা। গত শুক্রবার ১৮ জুলাই সন্ধায় রাণীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক কমন রুমে বসুন্ধরা শুভ সংঘের উপজেলা সভাপতি অধ্যাপক মহাদেব বসাকের সভাপতিত্বে সাইকেল ও খাদ্য সামগ্রী তুলে দেওয়ার আয়োজন করা হয়।,এসময় বক্তব্য রাখেন, রাণীশংকৈল উপজেলা বিএনপির সহ-সভাপতি সাহাদাত হোসেন, সহ-সভাপতি প্রভাষক খলিলুর রহমান, জামায়েতের শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, বিএনপির যুগ্ম সম্পাদক সাহাবদ্দিন,আজকের দর্পণ প্রতিনিধি সাংবাদিক নাজমুল হোসেন, কালের কন্ঠ পত্রিকার প্রতিনিধি সফিকুল ইসলাম শিল্পী, সাংবাদিক কুসমত আলী,কালবেলা প্রতিনিধি হুমায়ুন কবির,ব্যবসায়ী মাসুদ রানা, মেধাবী শিক্ষার্থী জুইয়ের বাবা জাহাঙ্গীর আলম,সহ জুই আক্তার।
এর পরে জুইয়ের হাতে তুলে দেওয়া হয় নতুন একটি সাইকেল সহ চাল ডাল,তেল, নতুন পোশাক সহ বিভিন্ন খাদ্য সামগ্রী।
পড়াশোনা চালাতে জুইয়ের পাশে থাকার জন্য অনেকেই ইচ্ছা প্রকাশ করেন। সেই সাথে পড়াশোনার খরচের দায়িত্ব নেওয়ার কথা বলেন অনেক।
এসময় মেধাবী জুই আক্তার বলেন, আমি পড়াশোনা করে ডাক্তার হয়ে এলাকার মানুষের সেবা করতে চাই আপনারা আমার পড়াশোনায় সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আপনারাদের এই ভালোবাসা পেয়ে আমি পড়াশোনায় আরো অনেক উৎসাহ পেলাম।