বিএনপি নেতা ও নবনিযুক্ত মেয়র ইশরাক হোসেন বলেছেন, “শপথ কেবল একটা ফরমালিটি।” শুক্রবার (২৩ মে) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে নির্বাচনী ট্রাইব্যুনালের রায় ও নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের এক মাস পেরিয়ে গেলেও শপথ না হওয়া নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে ইশরাকের এ বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।
উল্লেখ্য, গত ১৩ মে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মামুনুর রশিদ ইশরাককে মেয়র ঘোষণার গেজেট স্থগিত চেয়ে রিট করলে হাইকোর্ট তা সরাসরি খারিজ করে দেয়। এর পরদিন বিকেলে কাকরাইল মোড়ে বিএনপির অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে ইশরাক বলেন,
“আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে, আপাতত আমরা অবস্থান কর্মসূচি স্থগিত রাখব। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণ করা হবে তারা কী করে।”
নিজের দায়িত্ব সম্পর্কে ফেসবুক পোস্টে ইশরাক জানান,“জনতার মেয়র হিসেবে আমার দায়িত্ব আগামী কোরবানির ঈদের আগে ঢাকাবাসীর জন্য একটি কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি নিশ্চিত করা।”
তিনি আরও জানান, উত্তরে নতুন মেয়র না আসা পর্যন্ত সেখানকার প্রশাসন ও পরিচ্ছন্নতাকর্মীদের দায়িত্ব পালনে সহযোগিতা করবেন।
পোস্টে ইশরাক জানান, ঢাকা দক্ষিণে সাবেক কাউন্সিলর ও বিগত নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সমন্বয়ে একটি জোনভিত্তিক মনিটরিং টিম গঠন করা হবে।
১৬ ঘণ্টার মধ্যে একটি স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করার জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হবে, বলেন ইশরাক। পাশাপাশি তিনি জানান, পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে ময়লার মাঠেও নিজে উপস্থিত থাকবেন।