অংবাচিং মারমা,রুমা, বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা আজ (২৬ মে) থেকে টানা পূর্ণ দিবস কর্মবিরতিতে গেছেন। সহকারী শিক্ষক ঐক্য পরিষদের ব্যানারে ১১তম গ্রেডে বেতনসহ তিন দফা দাবিতে তারা এ কর্মসূচি শুরু করেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন শিক্ষকরা।
সহকারী শিক্ষকরা জানান, পূর্বঘোষণা অনুযায়ী আজ থেকে কর্মবিরতি কার্যকর করা হয়েছে। কর্মবিরতির ফলে উপজেলার কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে পাঠদান হয়নি। প্রধান শিক্ষকরা জানিয়েছেন, সহকারী শিক্ষক না থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে বসে থেকেও কোনো ক্লাস করতে পারেনি।
জানা গেছে, সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে এর আগে রুমায় একাধিকবার সমাবেশ করেছেন শিক্ষকরা। তবে অন্তর্বর্তী সরকারের গঠিত পরামর্শক কমিটি সহকারী শিক্ষক পদকে ‘এন্ট্রি লেভেল’ হিসেবে ধরে ১২তম গ্রেড বাস্তবায়নের সুপারিশ করেছে। এ সিদ্ধান্তের প্রতিবাদে ১১তম গ্রেড ও অন্যান্য দাবিতে আন্দোলনে নেমেছেন শিক্ষকরা।
তাদের তিন দফা দাবি হলো—
- সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেড বাস্তবায়ন,
- চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন,
- প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির নিশ্চয়তা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় পৌনে চার লাখ সহকারী শিক্ষক কর্মরত রয়েছেন।