শাব্বির এলাহী, কমলগঞ্জ:
দীর্ঘ ১৫ বছর পর নিজ এলাকায় ফিরে হাজারো মানুষের ভালোবাসা ও দলীয় নেতা-কর্মীদের উচ্ছ্বাসে সিক্ত হয়েছেন যুক্তরাজ্য ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্যের সভাপতি শেখ মো. আতিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ মে) সকালে যুক্তরাজ্য থেকে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। সকাল সাড়ে ৯টায় বিমানবন্দরে পৌঁছালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা-কর্মী ফুলেল শুভেচ্ছা ও মালা নিয়ে তাকে বরণ করে নেন।
এরপর দুপুর ২টার দিকে নিজ জেলা মৌলভীবাজারের কমলগঞ্জে পৌঁছান আতিকুর রহমান। সেখানেও দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা তাকে গণসংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানান। গাড়ি থেকে হাত নেড়ে শুভেচ্ছার জবাব দেন তিনি এবং সবাইকে কৃতজ্ঞতা জানান।
আতিকুর রহমানের অনুভূতি ও আহ্বান
গণমানুষের ভালবাসায় আবেগাপ্লুত হয়ে শেখ মো. আতিকুর রহমান বলেন,
“এত বছর পর দেশের মাটি, আপন মানুষদের ভালোবাসা হৃদয় ছুঁয়ে গেছে। আমি কৃতজ্ঞ, আমি আপ্লুত।”
তিনি দেশের স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
তার বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন,
“তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও নির্দেশনার কারণেই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলন শক্তিশালী হয়েছে। জনগণ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ রয়েছে।”
নেতা-কর্মীদের উপস্থিতি ও সংবর্ধনা
শেখ মো. আতিকুর রহমানকে ঘিরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন:
- কমলগঞ্জ থানা বিএনপির সিনিয়র সাবেক সহ-সভাপতি আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ
- উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ মো. হাবিবুর রহমান নোমান
- পৌর যুবদলের সদস্য সচিব খালেদুর রহমান খালেদ
- থানা ছাত্রদলের সদস্য সচিব আব্বাস মাহমুদ চৌধুরী দিনার
- জেলা ছাত্রদলের সহ-সভাপতি অজানা আহমেদ কামরান
- থানা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ এম শামীম আহমেদ
- পৌর বিএনপির সদস্য কাজী হারুন
- উপজেলা যুবদল নেতা দেলোয়ার
- মুন্সীবাজার সেচ্ছাসেবক দলের সদস্য মুহিন আহমেদ
- সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিব আহমেদ
- উপজেলা ছাত্রদল নেতা ফাহিম আহমেদ
- পৌর যুবদলের সদস্য আলম হোসেন প্রমুখ।
এ সময় নেতৃবৃন্দ বলেন, আতিকুর রহমানের প্রত্যাবর্তন আন্দোলনের মাঠে নতুন শক্তি ও প্রেরণা যোগাবে।