বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের সালথা উপজেলায় ৭০০ পিস ইয়াবাসহ রমজান মোল্যা (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার ভাওয়াল ইউনিয়নের নারানদিয়া গ্রামের আফজাল মোল্যার ছেলে।
বৃহস্পতিবার (১৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ২টার দিকে নারানদিয়া গ্রামে অভিযান চালানো হয়। অভিযানে রমজান মোল্যার ঘরে তল্লাশি চালিয়ে ৭০০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
গ্রেপ্তার রমজান মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।