শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ১১নং বাঘবেড় ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সবুরকে গ্রেফতার করেছে ময়মনসিংহ কোতোয়ালি থানা পুলিশ।
শুক্রবার (৭ মার্চ) দুপুর একটার দিকে শহরের জিলা স্কুল এলাকাস্থ নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানার ওসি শফিকুল ইসলাম খান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহের কোতোয়ালি থানা পুলিশ শহরের জিলা স্কুল এলাকায় আব্দুস সবুরের বাসায় অভিযান চালায়। এসময় ওই বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহের কোতোয়ালি থানায় দায়েরকৃত বিষ্ফোরক আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেয়েছে।
বাঘবের ইউনিয়ন চেয়ারম্যান সবুর, শহীদ নাজমূল স্মৃতি কলেজের ছাত্রলীগের ভিপি,সাবেক উপজেলা চেয়ারম্যান। নালিতাবাড়ী উপজেলা ইউনিয়ন চেয়ারম্যান এসোসিয়েশনের সভাপতি।
৫ আগষ্ট আওয়ামী সরকারের পতনের পর তার বিরুদ্ধে বাঘবের ইউনিয়ন পরিষদের সদস্যগন সাংবাদিক সম্মেলনে অনাস্থা প্রস্তাব ঘোষনা দিয়ে জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি দেন।
২৬ ফেব্রুয়ারী তার বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ সদস্যগন ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপজেলা পরিষদের সামনে তার অপসারন ও গ্রেফতারের দাবিতে মানব বন্ধন করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করেন।