মো. খায়রুর ইসলাম, গৌরনদী (বরিশাল):
বরিশালের গৌরনদী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক রিফাত আরা মৌরি’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ দাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইউনুস মিয়া, হাইওয়ে থানার ওসি মো. আমিনুল রহমান, পৌর নাগরিক কমিটির সভাপতি জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক গিয়াস উদ্দিন মিয়া, পৌর জামায়াতের আমির মাওলানা হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় এলাকার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, নাগরিক নিরাপত্তা ও সামাজিক সচেতনতা বৃদ্ধি সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।