সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সদরপুর উপজেলায় শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা ২০২৫। সোমবার (২৬ মে) সকাল ১১টায় উপজেলা ভূমি অফিস সংলগ্ন চত্বরে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত সরকারি কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা।
ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের সহায়তায় আয়োজিত এ মেলায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী, সাংবাদিক ও স্থানীয় জনগণের উপস্থিতি ছিল লক্ষণীয়।
উদ্বোধনের আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা ভূমি অফিস থেকে শুরু হয়ে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউএনও ও ভারপ্রাপ্ত কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সব্যসাচী মজুমদার, কৃষি কর্মকর্তা নিটল রায়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন।
সভায় বক্তারা বলেন, “ভূমি উন্নয়ন কর যথাসময়ে পরিশোধের মাধ্যমে নাগরিকদের যেমন সেবা গ্রহণ সহজ হচ্ছে, তেমনি দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব হচ্ছে।” তারা আরও জানান, বর্তমানে ভূমি ব্যবস্থাপনার ৯৫% সেবা ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তর করা হয়েছে, যা জনগণের ভোগান্তি কমাতে সহায়ক।
অনুষ্ঠানে সদরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সেবা গ্রহীতা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদদাতা:
মো: শেখ ছোবাহান