সফিকুল ইসলাম শিল্পী,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ফলজ গাছ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ জুলাই) সন্ধ্যায় রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাণীশংকৈল উপজেলা জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার। প্রধান আলোচক ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রজব আলী।
বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজাহান আলী, সাধারণ সম্পাদক মহসিন আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম, গণঅধিকার পরিষদের নেতা মামুনুর রশীদ মামুন, উপজেলা জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাস্টার, প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল ইসলাম, পীরগঞ্জ উত্তর শাখা ছাত্রশিবিরের সভাপতি মীর সাব্বির হোসেন, জেলা যুবদলের সদস্য মো. মোমিন হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ৩৬ জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে উপস্থিত সকলকে একটি করে বিভিন্ন জাতের ফলজ গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র প্রতিনিধি তারেক মাহমুদ।