শাহজাহান আলী মনন, সৈয়দপুর (নীলফামারী):
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জমিতে নির্মাণাধীন বহুতল ভবনের তথ্য সংগ্রহকালে তিন সাংবাদিকের পেশাগত কাজে বাধা ও ফেসবুকে ভিডিও ভাইরাল করে মানহানির ঘটনায় তীব্র প্রতিবাদ ও আইনি পদক্ষেপের ঘোষণা দিয়েছেন সাংবাদিকরা। সোমবার (৩০ জুন) দুপুরে সৈয়দপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন ভুক্তভোগী সাংবাদিকরা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রতিদিনের সংবাদ পত্রিকার সৈয়দপুর প্রতিনিধি মো. জহুরুল ইসলাম খোকন। তিনি বলেন, “রোববার (২৯ জুন) রেলওয়ের জমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পেয়ে আমি, দৈনিক মানবজমিনের এম এ করিম মিস্টার এবং দৈনিক ঘোষণার এম আর রাজু আহমেদ ঘটনাস্থলে যাই। তথ্য সংগ্রহ শেষে ফেরার সময় ‘সমন্বয়ক’ পরিচয়ে এক যুবক এসে আমাদের ওপর চড়াও হয় এবং অশোভন আচরণ করে।”
তিনি অভিযোগ করেন, ওই যুবক মোবাইলে কথোপকথনের ভিডিও ধারণ করে ফেসবুকে ‘এসআরএস’ নামের অ্যাকাউন্ট থেকে তা ছড়িয়ে দেন এবং সাংবাদিকদের ভূয়া আখ্যায়িত করেন, যা মানহানিকর ও আইনের পরিপন্থী। ভিডিওটি ভাইরাল হলে জনমনে বিভ্রান্তি ছড়ায়।
পরে জানা যায়, অভিযুক্ত যুবক স্থানীয় মইন ড্রাইভারের ছেলে সজিব। তিনি বহু টাকার বিনিময়ে ‘সমন্বয়ক’ পরিচয়ে ওই নির্মাণকাজে সহায়তা করছেন বলে অভিযোগ করেন সাংবাদিকরা। এ বিষয়ে রেলওয়ের আইডাব্লিউ অফিসের কর্মকর্তারাও গেলে, তাদের সঙ্গেও তিনি অসৌজন্যমূলক আচরণ করেন।
সংবাদ সম্মেলনে প্রায় ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। তাঁরা সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত এবং অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়েরের দাবি জানান। ইতোমধ্যে সাংবাদিক জহুরুল ইসলাম খোকন সৈয়দপুর থানায় লিখিত এজাহার দাখিল করেছেন বলে জানা গেছে।