মোঃ মনির হোসেন সোহেল, চাটখিল প্রতিনিধি:
২০২৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ (BPL) আসরে যুক্ত হতে পারে নোয়াখালী থেকে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি দল। ‘নোয়াখালী রয়েল’ নামে এই সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজির প্রস্তাব ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (BCB) কাছে জমা দেওয়া হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।
প্রস্তাবটি দিয়েছে যুক্তরাজ্যপ্রবাসী নোয়াখালী জেলার চাটখিল উপজেলার উত্তর সাধুরখিল গ্রামের কৃতি সন্তান আহমেদ জামিল বাদলের প্রতিষ্ঠান ‘শায়ান্স গ্লোবাল’। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে লন্ডনের ‘ডিস্ট্রিক্ট কাপ’-এ ‘নোয়াখালী’ নামে একটি দলকে পৃষ্ঠপোষকতা করছে।
স্টেডিয়াম প্রস্তুতির কাজ চলমান
নোয়াখালী শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত শহীদ ভুলু স্টেডিয়ামকেই সম্ভাব্য হোম ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রায় ১০ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন এই স্টেডিয়ামটিকে BPL উপযোগী করে তুলতে ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন, মিডিয়া জোন এবং ড্রেসিং রুম আপগ্রেডসহ আধুনিকায়নের কাজ চলছে।
মালিকানা নিয়ে জল্পনা
ফ্র্যাঞ্চাইজির মালিকানা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে গুঞ্জন রয়েছে, দেশের একাধিক নামকরা প্রতিষ্ঠান এই উদ্যোগের পেছনে যুক্ত রয়েছে। চূড়ান্ত অনুমোদনের পরই মালিকানার বিষয়টি পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা ও গর্ব
নোয়াখালীর নিজস্ব একটি দল BPL-এ অংশ নেবে—এই খবরে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। অনেকেই এটিকে নিজেদের শহরের প্রতিনিধিত্ব করার একটি বিরল সুযোগ হিসেবে দেখছেন।
BCB অনুমোদনের অপেক্ষা
ফ্র্যাঞ্চাইজির আনুষ্ঠানিক ঘোষণার জন্য এখন শুধু BCB-এর চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।